শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহ্বানে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের অর্ধ-সহস্রাধিক শিক্ষার্থী।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা চাকরিসহ বিভিন্ন জায়গায় কোটা ব্যবস্থা সংস্কার করে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান।
এছাড়া মানববন্ধনের শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/মাহবুব