জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৭৩৪টি কলেজের ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফল বিকাল ৪টায় SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/আরাফাত