Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ এপ্রিল, ২০১৯ ০৮:৩৬

ছাত্রলীগের ঢাবির মল চত্বরের বৈশাখী কনসার্ট বাতিল

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের ঢাবির মল চত্বরের বৈশাখী কনসার্ট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে ছাত্রলীগের আয়োজনে বৈশাখী কনসার্টের অনুমতি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল এই কনসার্টের আয়োজন করেছিল ডাকসু ও ঢাবি ছাত্রলীগ।

কিন্তু শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কনসার্ট উপলক্ষে তৈরি বর্ষবরণ উৎসবমঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় পুরো অনুষ্ঠান স্থলে ব্যাপক তাণ্ডব চালানো হয়। মেলার স্টল ও সাউন্ড সিস্টেমও ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর কনসার্টের অনুমতি বাতিল ঘোষণা করে ঢাবি প্রশাসন।

অনুমতি বাতিলের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান ‘এটি বিশ্ববিদ্যালয়ের কোনো মূল প্রোগ্রাম নয়। এটি ছাত্রদের প্রোগ্রাম। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেকোনো সময় কনসার্টের অনুমতি বাতিল করার এখতিয়ার রয়েছে।’

কোমল পানীয়ের ব্র্যান্ড মোজোর সহযোগিতায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কনসার্টের আয়োজন করে। এতে জেমস, মিলা, ওয়ারফেজ, আর্টসেল ও ফিড ব্যাকসহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গীত পরিবেশনের কথা ছিল।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য