শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়। শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের বিষয়টি তারা শুনেছেন। কিন্তু তাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই তারা আন্দোলন থেকে সরে যাবেন। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
এরপর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এঘটনায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আহতদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর মো. হুমাউন কবির।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর এ হামলা চালানো হয়েছে। নৈতিকতার দিক থেকে তার পক্ষে এ অন্যায় মেনে নেওয়া সম্ভব নয়। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ