২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০৭:০৬

সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনার সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ রিয়াদ মহানগর শাখা। শুক্রবার রিয়াদের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী কাজী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারক খান।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (আওয়ামী লীগ)  সভাপতি ড. রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (আওয়ামী লীগ) সহ-সভাপতি শহিদুল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিব উল মোবারক, শহিদুল ইসলাম মাদবর, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, সহ-সভাপতি সৈয়দ টিপু সুলতান ও মোসলেউদ্দিন মানিক। 

আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ রিয়াদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুন্সী, এনামুল হক মাদবর, বাদল হাওলাদার, বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল সিকদার, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন মোল্লা, সদস্য জসিম খান, লিটন মোল্লা ও শামসুল চৌকিদারসহ অন্যান্য নেত্রীবৃন্দ। 

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা ও দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর