করোনাভাইরাসের ব্যাপ্তিতে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণাগারে (ল্যাবে) তৈরি হচ্ছে হাত পরিষ্কারক বা হ্যান্ড স্যানিটাইজার। শেকৃবি’র কৃষি রসায়ন বিভাগের উদ্যোগে প্রস্তুতকৃত এসব হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে প্রস্তুতকৃত এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিভাগটির অন্যান্য শিক্ষকসহ ল্যাব সহকারীগণ এর সাথে সম্পৃক্ত আছেন।
ড. তাজুল বলেন, ‘অন্তত বিশ্ববিদ্যালয়ে করোনার সংক্রমন এড়াতে বিশ^বিদ্যালয় প্রশাসনের উৎসাহ ও অর্থায়নে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। প্রাথমিকভাবে ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে এপর্যন্ত ৫০০ বোতল তৈরি করেছি আমরা। ইতিমধ্যে ৩০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সম্পন্ন হয়েছে। স্যানিটাইজার তৈরির কাচামাল যোগান ও প্রয়োজনীয় অর্থায়নে ঘাটতি না হলে চাহিদা মোতাবেক পরবর্তীতেও বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে বিতরণের পরিকল্পনা আছে, এক্ষেত্রে আমরা যথেষ্ট আগ্রহী।’ হ্যান্ড স্যানিটাইজার তৈরির মূল উপাদান হিসেবে ৭০% ইথানল, ১ লিটার পাতনকৃত পানির (ডিসটিল্ড ওয়াটার) সাথে ১০০ মিলি গ্লিসারল ও ১২০ মিলি এলোবেরা জেল ব্যবহার করা হয়েছে বলে জানান ড. মো. তাজুল ইসলাম চৌধুরী।
শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘কৃষি রসায়ন বিভাগের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কাজে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় অগ্রাধিকারভিত্তিতে যেকোন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন