চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএ) পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে শূন্য হয়ে পড়ে সিইউসিবিএ পরিচালক পদ। কোনো ধরণের আলাপ-আলোচনা ও সভা আহ্বান ছাড়াই এ পদের দায়িত্ব নিয়েছেন চবি উপাচার্য ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রচলিত নিয়ম অনুযায়ী সিইউসিবিএ পরিচালক পদটি শূন্য থাকলে এর দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন।
সিইউসিবিএতে যারা শিক্ষকতা করেন তারা কেউই সেখানকার স্থায়ী শিক্ষক নন। যার কারণে সেখানে দুটি কমিটি দায়িত্ব পালন করেন। পরিচালনা পর্ষদ ও একাডেমিক কমিটি। পরিচালনা পর্ষদে উপাচার্য সভাপতি, ডিন সহ-সভাপতি ও পরিচালক সদস্য সচিব।
অন্যদিকে একাডেমিক কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সভাপতি, পরিচালক সদস্য সচিব। এ কমিটি পর্যালোচনা করে দেখা যায় উপাচার্যকে ডিনের অধীনে কাজ করতে হয়। ডিনের আদেশ পালন করতে হয়। এখানে সবাই অস্থায়ী শিক্ষক। তাই স্থায়ী শিক্ষক দিয়ে দায়িত্ব পালন করানোর সুযোগও নেই।
পরিচালক সংকট মুহুর্তে ব্যবসায় প্রশাসন অনুষদ একটি সভা করে। সভার সিদ্ধান্তে একটি প্যানেল উপাচার্যের কাছে প্রেরণ করেন। উপাচার্য সে প্যানেল থেকেই একজনকে পরিচালক নিযুক্ত করেন। কিন্তু প্রচলিত নিয়ম ভেঙে এবার উপাচার্য নিজেই বসেছেন সিইউসিবিএর পরিচালক পদে।
এ বিষয়ে জানতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালকের দায়িত্বে থাকা শিক্ষক প্রতি মাসে ৪৫ হাজার টাকা সম্মানী পান। যার পুরোটাই এখন চবি উপাচার্য পাবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম