৩ আগস্ট, ২০২০ ১৮:০৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঠদানকারী কলেজসমূহে শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে এলএলবি ১ম পর্ব (২০২০-২১), জার্নালিজম (২০২০-২১), লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১), স্পোর্টস সায়েন্স (২০১৯-২০), ফটোগ্রাফি (২০২০-২১), মিউজিক (২০১৯-২০), থিয়েটার স্টাডিজ (২০২০-২১), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯), বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০১৮-১৯), অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০১৯-২০), অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (২০১৯-২০) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রম ২৭ জুলাই বিকাল ৪টা থেকে শুরু হয়েছে।  ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

কোভিড-১৯ মহামারীর কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে ১ সেপ্টেম্বর, ২০২০ থেকে শুরু হবে। 

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সোমবার এসব তথ্য জানান।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর