‘আমরা দুই বছর ধরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছি। চিহ্নিত দুর্নীতিবাজরা লাজ-লজ্জা ত্যাগ করে ক্যাম্পাসে বিচরণ করছেন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। ইউজিসির তদন্তে যে অভিযোগগুলো উঠে এসেছে, উপাচার্যের তার জবাব দেয়ার ক্ষমতা নেই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এক্রাম উল্যাহ।
আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, ‘রাবিতে গোপনে গোপনে আরও দুর্নীতির প্রক্রিয়া চলছে। এসব দুর্নীতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অবস্থান দুর্বল করছে। আমরা আজকের অবস্থান থেকে দুর্নীতিবাজ প্রশাসনের প্রতি ঘৃণা প্রকাশ করছি।’
মানববন্ধনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু বলেন, ‘পাহাড় সমান দুর্নীতির চাপে প্রশাসন আজ বিবেকহীন। যারা নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত তাদের সাথে উপাচার্য নিয়মিত মিটিং করছেন। এসব দুর্নীতিবাজদের টেনে-হিঁচড়ে বের করে মতিহারের এই পবিত্র ভূমিকে কলুষমুক্ত করতে হবে।’
আজকের মানববন্ধন সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর