প্রেম আর দ্রোহকে তিনি এক সুতোয় বেধেঁছিলেন, মানবতার জয়ধ্বনি উচ্চারণ করে বলেছিলেন, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাশরী আর হাতে রণতূর্য’। তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনাড়ম্বর আয়োজনে মঙ্গলবার পালিত হলো কবির ১২২তম জন্মজয়ন্তী।
এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিতে ফুল দিয়ে তাকে স্মরণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
সকালে নজরুল সমাধিতে বিশ্ববিদ্যালয়ের অন্যদের নিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, প্রেম, ভালোবাসা ও মানবতার কবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভারত থেকে বাংলাদেশে এনেছিলেন। জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে বঙ্গবন্ধু তাকে যথার্থভাবে সম্মানিত করেছেন।
উপাচার্য বলেন, জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বক্ষেত্রে প্রাসঙ্গিক। জাতীয় কবির মূল্যবোধ ধারণ করে সমাজের নানান অবক্ষয় রোধ ও চলমান করোনা মহামারি পরিস্থিতিতে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমাদের সকল ঝড়-ঝঞ্ঝা দূর করার জন্য তিনি সবসময় বিজয়ের গান গেয়েছেন। আজকে করোনা মহামারির এই দুঃসময়ের সঙ্কট কাটিয়ে ওঠার জন্য জাতীয় কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। কবির আজকের জন্মদিনে আমাদের প্রার্থনা, ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারি হাত থেকে বিশ্ব এবং আমরাও যেন রক্ষা পাই, এটি আমাদের প্রার্থনা।
নজরুল জন্মজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও বিএনপির পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কবির প্রতি শ্রদ্ধা জানায়।
এছাড়াও আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, বাসদ, ন্যাপ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় কবিতা পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, কবি নজরুল ইন্সটিটিউট, স্বপ্ন সাহিত্য চর্চা, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, প্রাচ্যবাংলার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় কবির সমাধিতে।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই