বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্র নিয়ে গবেষণা করছেন নির্মাতা মামুদ নিকসন। এই বিষয়ে সম্প্রতি তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং একই বিভাগ থেকে পিএইচডি অর্জন করেন তিনি।
পিএইচডি'র বিষয় ‘বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্র ও আলমগীর কবিরের চলচ্চিত্রের বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলী’। এই বিষয়ে গবেষণা পরবর্তীতে আমাদের দেশের সংস্কৃতির বিকাশে সহোযোগিতা করবে।
এই বিষয়ে মাসুদ নিকসন বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের স্বতন্ত্রধারা নির্মাণে প্রয়াসী ছিলেন আলমগীর কবির এবং তারই উদ্যোগে বাংলাদেশে শুরু হয় বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলন!
মূলত, বাংলাদেশে চলচ্চিত্রে শেকড় সন্ধানের আগ্রহ থেকে এই গবেষণা! বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের আকাল থেকে উত্তরণ ঘটিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী!
বিডি প্রতিদিন/আরাফাত