ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি'তে (আইএসইউ) সাহিত্য গবেষণার উপর গতকাল সোমবার বিকেলে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
ভার্চুয়াল এই আয়োজনে আইএসইউ'র মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন আহমেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব, লেখক ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, কর্মসংস্থান ও মানসম্পন্ন উচ্চ শিক্ষার অগ্রগতির জন্য সাহিত্য গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের দ্বারা নতুন জ্ঞান সৃষ্টির জন্য গবেষণার বিকল্প নেই।
প্রধান আলোচক প্রফেসর ড. রাশিদ আসকারী সাহিত্য গবেষণার পদ্ধতিগত দিকগুলোর উপর আলোকপাত করে বলেন, একুশ শতকের সময়োপযোগী সাহিত্য গবেষণার জন্য গবেষকদের নয়া সাহিত্য তত্ত্বগুলোকে আয়ত্বে আনতে হবে এবং তা গবেষণায় প্রয়োগ করতে হবে। সাহিত্যের চর্চিত দিকগুলো নিয়ে গবেষণা করার জন্য গবেষকদের উৎসাহিত ও পুরস্কৃত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে ।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংরেজি বিভাগ আয়োজিত ওয়েবিনারে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক শাহরিয়ার তালুকদার এবং এই আয়োজনে আরো যুক্ত ছিলেন প্রভাষক মারুফ হাসান ও প্রভাষক সুষ্মিতা হোসেন খান ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির