যে যেই বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিভাগের দায়িত্ব অর্পণ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর ড. মেসবাহ কামাল।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের যৌথ আয়োজনে গত রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় 'সেইফ ফুড ফর সাসটেইনেবল লাইফ' শীর্ষক আর্ন্তজাতিক ই-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, 'গত দুই বছর থেকে কোভিড-১৯ অনেক প্রাণ কেড়ে নিয়েছে। অনেকে আক্রান্ত হয়েছেন। নিরাপদ খাদ্য মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, সেটা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে সরকারকে অনুরোধ করবো অভিজ্ঞ ব্যক্তিদের যেন সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব দেয়া হয়।'
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
এছাড়া টেকসই জীবনের জন্য নিরাপদ খাদ্য ও পানির ব্যবস্থা, উন্নত দেশে কীভাবে প্রিলিমিনারি স্কুল থেকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা হয় ইত্যাদি বিষয়ের উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন গবেষণাকর্ম তুলে ধরেন জাপানের ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর তাকাশি উইমুরা, একই দেশের কচি প্রিফেকচার ইউনিভার্সিটির হেলথ্ অ্যান্ড নিউট্রিশন বিভাগের শিক্ষক ড. ইকুকু শিমাদা, আমেরিকার ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির গবেষক ড. জাবদেল আলভারাদো মার্টিনেজ, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এর ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খালিদ গুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড নিউট্রিশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ বিভাগের প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারি, একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সঙ্গীতা আহমেদ, স্টেট ইউনিভার্সিটি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. শাফিনুর রহমান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও কোওর্ডিনেটর ড. মাহবুবুল এইচ. সিদ্দিকী ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান শিশির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়েবিনার আয়োজক কমিটির আহবায়ক ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিকসহ দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন এই আন্তর্জাতিক ই-কনফারেন্সে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির