২৭ জুন, ২০২২ ০৫:০২

হল বন্ধের সিদ্ধান্ত, ইবিতে বিক্ষোভ: কী সিদ্ধান্ত আসছে আজ?

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

হল বন্ধের সিদ্ধান্ত, ইবিতে বিক্ষোভ: কী সিদ্ধান্ত আসছে আজ?

ছুটি শুরুর দু'দিন আগেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাত ৯ টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘হল আমার ঠিকানা, বন্ধ হতে দেব না’, ‘হল বন্ধের সিদ্ধান্ত, মানি না, মানবো না,’ ‘৩০ তারিখে হল বন্ধ চলবে না, চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রক্টরিয়াল বডি বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরাও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন বলে জানা গেছে। ছাত্রীরা হল গেটের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। 
 
শিক্ষার্থীরা বলেন, ‘ক্লাস-পরীক্ষা বন্ধের আগেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান রয়েছে। ফলে হল বন্ধ হলে থাকার ব্যবস্থা নিয়ে বিপাকে পড়তে হবে। পূর্ব নির্ধারিত ছুটি শুরুর তারিখে হল বন্ধ করাসহ সারাবছর আবাসিক হল খোলা রাখার দাবিও জানান তারা।

সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীদের আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আজ রবিবার (২৬ জুন) বিকালে এক অফিস আদেশে ছুটি শুরুর দু'দিন আগেই আগামী ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর