১২ মার্চ, ২০২৩ ১৪:৩২

চবির প্রক্টরসহ প্রশাসনের ১৬ জনের পদত্যাগ

চবি প্রতিনিধি

চবির প্রক্টরসহ প্রশাসনের ১৬ জনের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দফতরের ১৬ জন পদত্যাগ করেছেন।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

তিনি বলেন, রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ১৬ জন। বিস্তারিত পরে বলতে পারব।

জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৬ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর। 

তাদের মধ্যে প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগকারীরা হলেন প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এস‌এ‌এম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তন্ময়, গোলাম কুদ্দুস লাভলু ও ড. ওমর ফারুক। এর মধ্যে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট পদ থেকে এবং সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল তন্ময় শাহজালাল হলের আবাসিক শিক্ষক পদ থেকেও পদত্যাগ করেছেন।

বিভিন্ন হলের আবাসিক শিক্ষক পদ থেকে পদত্যাগকারীরা হলেন এফ রহমান হলের অনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরীন রূপা, শহীদ আব্দুর রব হলের ড. এইচএম আব্দুল্লাহ আল মামুন ও রমিজ আহমদ, শামসুন্নাহার হলের শাকিলা তাসমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নাসরিন আক্তার, ড. শাহ আলম ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মহিবুল আজীজ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর