জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫ তম ব্যাচের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে তার সহপাঠীরা। পরবর্তীতে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান তারা।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম আরাফাত সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। গ্রামের বাড়ি নীলফামারি জেলার ডোমার উপজেলায়। সিয়াম হলটির বি ব্লকের ১১৫ নাম্বার কক্ষে থাকতেন বলে নিশ্চিত করেন তার সহপাঠীরা।
এর আগে সোমবার রাত ৪টা ২৫ মিনিটে নিজের ফেইসবুক টাইমলাইনে 'অন দ্য ওয়ে টু এটারনিটি' শিরোনামে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখেছিল সিয়াম। দীর্ঘদিন মেডিটেশন করে শরীরের মৃত্যু এবং আত্মার অবিনশ্বরতা সম্পর্কে জ্ঞান লাভ করেছে বলে লিখেছিল সে।সিয়ামের বন্ধু টগর বলেন, 'দুপুরের আগে সিয়ামের কক্ষের সামনে যেয়ে কয়েকবার ডাকাডাকি করছি। এরপর বিকেলে আরো একবার ডাকাডাকি করছি কিন্তু কোনো সাড়া পাইনি। পরে সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করছি তখন কোনো সাড়া না পেয়ে জানালার গ্লাসের উপরের কাগজ সরিয়ে ভিতরে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসি।'
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, 'সাতটা পনেরো মিনিটে আমাদের এখানে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি আগেই মারা গেছে। আমরা যখন লাশ পাই তখন দেখেছি রশি গলার মধ্যে গেঁথে আছে, ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।'
বিডি প্রতিদিন/হিমেল