৭ জুন, ২০২৩ ০৭:০৯

জবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. কামালউদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. কামালউদ্দীন

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মঙ্গলবার (০৬ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত ব্যক্তিগত ছুটিতে দেশের বাহিরে থাকবেন। এসময় রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সম্মতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও তার স্ত্রী নুরুন্নাহার বেগমের সঙ্গে ৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তার মেয়ের সমাবর্তনে যোগদানের জন্য পঁচিশ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। শর্তাবলী দিয়ে অফিস আদেশে বলা হয়- ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ নিজেই বহন করতে হবে। এতে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। তিনি উপরে উল্লিখিত ভ্রমণের সমাপ্তির পরে অফিসে ফিরে রিপোর্ট করবেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর