৭ জুন, ২০২৩ ১৬:৩০

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, রাবি ছাত্র স্বপন বহিষ্কার

রাবি প্রতিনিধি

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, রাবি ছাত্র স্বপন বহিষ্কার

বহিষ্কৃত স্বপন হোসাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি অভিযোগে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী স্বপন হোসাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, ২০২২-২৩ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু তানভীর আহমেদের (রোল-২৪০৯৬, গ্রুপ-১) পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইন (আইডি-১৯১০৫৪৮১৫০) প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অবতীর্ণ হন। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ অ্যাকাডেমিক ভবনে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে স্বপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জালিয়াতির কথা স্বীকার করেন তিনি। ওইদিনই ১৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মামলায় এখন পর্যন্ত স্বপনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর