ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে শনিবার ‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল আইইউবির স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ-এর অধীন পাবলিক হেলথ বিভাগ। সহযোগিতায় ছিলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএমই-এর মহাপরিচালক প্রফেসর ডা. টিটু মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিএমই-এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম জামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরান উল বাসেত।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), জাতিসংঘ, গণস্বাস্থ্য ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গণস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞবৃন্দ, শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ সিম্পোজিয়ামে আলোচনায় অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই