ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাষা শহীদ আবুল বরকতের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার সামাজিক বিজ্ঞান ভবনস্থ বিভাগীয় করিডোরে এ ম্যুরাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উল্লেখ্য, ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৪৮ সালের ১১ মার্চ কারারুদ্ধ হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে তিনি বলেন, এসব আন্দোলনে ভাষা শহীদ আবুল বরকতের মতো অসংখ্য মেধাবী ছাত্রকে জীবন দিতে হয়েছে। ভাষা শহীদ আবুল বরকতের ম্যুরাল নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ, দর্শন ও চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন