রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, সুস্থ দেহে সুন্দর মন গড়তে সকল শিক্ষার্থীর নিয়মিত খেলাধুলা করা উচিত। কেননা সুস্থ দেহ না থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। তাই অন্তত বিকেলে দুই ঘণ্টা শিক্ষার্থীদের খেলাধুলা করা দরকার। সেজন্য বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ও স্টেডিয়ামসহ খেলার মাঠে প্রয়োজনীয় ব্যবস্থা আছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে শিক্ষার্থীরা বিভিন্ন অর্জন বয়ে আনবে সেই প্রত্যাশা করেন এবং শিক্ষার্থীদের শুধুমাত্র প্রযুক্তির একঘেয়েমিতা থেকে বের হয়ে খেলাধুলোর আহ্বান জানান তিনি।
কৃষি অনুষদের ডীন অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধাপক প্রদীপ কুমার পাণ্ডে। এছাড়াও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও খেলোয়াড়রা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন