'অর্গানাইজেশনাল এথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস: স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের সহযোগিতায় পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন ড. এ এস এম শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী ওয়ার্কশপে লিডারশিপ ও এথিকস ভ্যালুস ও কালচার শীর্ষক আলোচনা, মোবাইল প্লেনারি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল