১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। সোমবার সকালে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এসময় তাদের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, সোহরাওয়ার্দী হল বিশ্ববিদ্যালয়ের পুরনো হলের মধ্যে একটি। এছাড়া এখানে সিটের তুলনায় বেশি শিক্ষার্থী কষ্ট করে বসবাস করে। অথচ কোনো প্রকার সুযোগ-সুবিধা নেই। প্রায় সব জিনিসই সমস্যা। দীর্ঘদিন ধরে বলে আসলেও এর প্রতিকার নেই। আমরা এর দ্রুত সমাধান চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শুনেছি। তাদেরকে লিখিত দিতে বলা হয়েছে। এছাড়া হল প্রাধ্যক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধানে আমরা কাজ করব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন