জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্প্যানিশ ভাষা কোর্স চালু করার জন্য স্পেন দূতাবাসের উপপ্রধান সিলেস ফার্নান্দেজ প্যালাসিওস ইগনাসিসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে এ সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভা হয়। আলোচনা সভায় দ্রুত সময়ে স্প্যানিশ কোর্স চালু এবং এর প্রয়োজনীয়তা নিয়ে মতামত প্রকাশ করেন উভয়পক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, স্পেন সরকারের পক্ষ থেকে একটি গবেষণা করা হয়েছে। তারা আন্তরিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেন ভাষা কোর্স খোলার বিষয়ে, যা তাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের থেকে একটি ইতিবাচক ফলাফল আসবে।
এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক খন্দকার মোন্তাসির হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই