বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বর্ষের ৪২ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একে আরাফাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অমিত হাসান রক্তিম ও আবিদ হাসান, ইরফান আহমেদ রাজ, সাব্বির আহমেদ ও নিলয় নন্দি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে প্রশ্নপত্র ফাঁসের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত মুঈদুর রহমান বাকীর নেতৃত্বে বহিরাগতরা ৫ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের একটি হলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দেন। এরপরও মুঈদুর রহমান বাকী বিশ্ববিদ্যালয়ের ৪২ জন সাধারণ শিক্ষার্থীর নাম উল্লেখ করে সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন তারা।
এ মামলায় যাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ৩ জন (ইরফান আহমেদ রাজ, সাব্বির আহমেদ ও নিলয় নন্দি) আজকের মানববন্ধনে উপস্থিত হয়ে ওই মামলার বিষেয়ে কিছুই জানেন না বলে বক্তব্য দিয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরিফুল ইসলাম শরীফ এবং শরীফ আরাফাত তমালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন