মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইউআরপি বিভাগে চার শিক্ষার্থীকে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শাস্তি প্রদান করেন।
সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তিন জন ইউআরপি ৩য় বর্ষের ও একজন ইউআরপি ২য় বর্ষের শিক্ষার্থী। তাদেরকে তিন টার্ম বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা ও অভিভাবকদের সাথে কথা বলার দিন ধার্য করা হয়। ১০ দিনের মধ্যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনে আপীল করার সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার রাতে ক্যাম্পাসের বাইরে খানজাহান আলী হলের গেটের বিপরীতে গলির মধ্যে ভাড়াবাড়িতে একটি মেস (ছাত্রাবাস) থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে ধরা হয়।
খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মেসটিতে আকস্মিক অভিযান চালানো হয়। মাদক সেবনে অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্গলা অধ্যাদেশ এর আলোকে তাদের সাজা প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান রয়েছে। আত্মপক্ষ সমর্থনে ১০ দিনের মধ্যে তারা আপীল করলে বক্তব্য বিবেচনায় শাস্তি কমবেশি হতে পারে, অন্যথায় প্রদত্ত শাস্তি বহাল থাকবে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে খুবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ৫ দিনব্যাপী ‘একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন’ সেমিনার শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে সন্মান ও ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখার শপথ নেয় শিক্ষার্থীরা। সেমিনার চলাকালে এ ধরনের ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।
বিডি প্রতিদিন/এএম