প্রায় সাড়ে ছয় বছর পর সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে ছাত্রলীগের ৯৪ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্যে প্রায় এক ডজন নেতার নাম ক্যাম্পাসে বেশি আলোচিত হচ্ছে। তাদের বেশির ভাগের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই। বিভিন্ন সময়ে ক্যাম্পাসের অনেক বিতর্কিত কর্মকাণ্ডেও এসেছে কারও কারও নাম।
ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে রাজশাহীতে এসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। প্রস্তুত সম্মেলনের মঞ্চ ও অতিথি। কিন্তু এই সম্মেলনে আমন্ত্রণ পাননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তাদের দুজনকেই আমন্ত্রণ জানানো হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হবে এমন কোনো কথা তিনি জানেন না। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা তাকে জানাননি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, এর আগের সম্মেলনগুলোতে স্থানীয় দলীয় এমপিদের নাম ব্যানারে থাকতো। সবাইকে আমন্ত্রণ জানানো হতো। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাও আমন্ত্রণ পেতেন। ব্যানারেও তাদের নাম থাকতো। এবার সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, স্থানীয় রাজনীতির কিছু অসুবিধার কারণে সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল