পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। সেই সাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম ও একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী, দুই আবাসিক শিক্ষক সহ পুরো প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোন এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপাচার্যসহ আমি এবং পুরো প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছি। তারা আমাকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছে।
এরপর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীদের আবাসস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী সরকারসহ দুই আবাসিক শিক্ষক। যদিও এই দুইজন শিক্ষকের নাম জানা যায়নি।
এদিকে, পদত্যাগ করা প্রক্টরিয়াল বডির সদস্যরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের নিউটন হাওলাদার, গনিত বিভাগের গৌতম কুমার সাহা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে দেওয়ান বদরুল হাসান, মনোবিজ্ঞান বিভাগের কিশোর রায়, ফার্মেসি বিভাগের মো. মনির হোসেন, আইন বিভাগের মুনিরা জাহান সুমি, সমাজবিজ্ঞান বিভাগের কে এম সুজাউদ্দিন, লোক প্রশাসন বিভাগের নুমান মাহফুজ, প্রাণিবিদ্যা বিভাগের মাসুদ রানা, মার্কেটিং বিভাগের মো. আল-আমিন
এর আগে, গত ৩০ নভেম্বর ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।
একইসাথে তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ