বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে উপাচার্য ও প্রক্টরসহ ২০ জন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ভিসি সচিব বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন। এছাড়াও প্রক্টরসহ ১৯ জন পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র দপ্তরে রয়েছে।
রেজিস্ট্রার বলেন, চেয়ারম্যান ও ডিনদের নিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা সমাধান করে দেবেন।
পদত্যাগ কারীরা হলেন ভিসি হলেন ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া, প্রক্টর ড. আব্দুল কাইউম, সহকারী প্রক্টর পুষ্পা রানী মজুমদার, ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, ড. মোহাম্মদ মাহফুজ আলম ও শাওন মিত্র, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেরেবাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের সহকারি আবাসিক শিক্ষক কবির হাসান, শেরেবাংলা হলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, টিএসসি পরিচালক ড. রহিমা নাসরিন, লাইব্রেরীয়ান ড. মো. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আশিক ই ইলাহী, শেরেবাংলা হলের সহকারি আবাসিক শিক্ষক মোহাম্মদ নাকিবুল হাসান, পরিবহন পুল ম্যানেজার মিজানুর রহমান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, এর আগে সোমবার বিক্ষোভ করে ২৪ ঘণ্টার মধ্যে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। ধারাবাহিকতায় মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ভিসির পদত্যাগের পর শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।
শিক্ষার্থীরা আরো জানান, বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে ভিসি ও প্রক্টরের পক্ষে একদল শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ভিসির পদত্যাগের খবর পেয়ে বেলা ১২টার দিকে তারা চলে গেছে।
এদিকে, ভিসি ব্যক্তিগত কারণ দেখিয়ে ও অন্যান্যরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রক্টর আবদুল কাইউম বরিশালে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর উপদেষ্টা পদেও ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল