নোয়াখালীতে চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয় (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে তাদের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষর্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের চারটি দাবি হলো- ১. দ্রুত ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন। (কমিউনিটি ক্লিনিকসহ সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকে পাসকৃত ডিএমএফদের (ডিপ্লোমা ইন মেডিকেল ফেকাল্টি) পদ সৃষ্টি ও পদায়ন করা। ২. চিকিৎসা শিক্ষা ধারা অনুযায়ী ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা প্রদান। ৩. অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো ১ বছরের ভাতাসহ ইন্টার্নশিপ ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন। ৪. এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের ছাত্র সায়েদুল ইসলাম সৌরভ, মিজানুর রহমান আলী, আলাউদ্দিন পায়েল, মাজহারুল ইসলাম রাকিব প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ