ভারতের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ায় প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার দিবাগত গভীর রাতে তালাইমারী এলাকায় তারা এই বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা বলছেন, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। ফলে বছরের অধিকাংশ সময় নদীগুলো পানিশূন্য থাকে। এতে অনেক নদী মৃতপ্রায়৷ এখন অসময়ে বাঁধ খুলে দিয়েছে। ফলে দেশ পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করছে ভারত। অবিলম্বে এই ভূ-অপরাজনৈতি বন্ধের দাবি জানান তারা।
বিক্ষোভে দিল্লি না ঢাকা: ঢাকা, ঢাকা; ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ঢাকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, পানির গেট বন্ধ করো; সেভেন সিস্টার্স দখল করো ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্তর্জাতিক নদীতে ভারতের সৃষ্ট বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলা পানির নিচে তলিয়ে গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ