রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ‘বাংলাদেশকে অশান্ত রেখে ভারতের শান্তিতে থাকার উপায় নেই।’
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ-সমাবেশে এ কথা বলেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে সালেহ হাসান নকীব বলেন, ‘মোদিকে বুঝতে হবে, সে কি শেখ হাসিনার বন্ধু হয়ে থাকতে চায়, নাকি ভারত সরকার বাংলাদেশের জনগণের বন্ধু হয়ে থাকতে চায়। সে যদি শেখ হাসিনাকে বন্ধুত্ব হিসেবে বেছে নেয়, তাহলে বাংলাদেশের জনগণের শত্রুতাকে বেছে নিতে হবে। এতে ভারত শান্তি পাবে না। আমরা অশান্তিকে জয় করার আত্মশক্তি ইতোমধ্যে অর্জন করেছি।’
ড. নকীব বলেন, ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে মর্যাদার ভিত্তিতে। আমার অধিকার ছাড় দিয়ে ভারতের কোনো অধিকার আমি স্বীকার করি না। আমাদের অধিকার ভারত রক্ষা করবে, আমরাও ভারতের অধিকারের সুরক্ষা দেব। এটাই নতুন বাংলাদেশে সবার শপথ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইবতেখার আলম মাসুদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য দেন। বক্তারা বানভাসি মানুষের পাশে দাঁড়াতে অর্থনৈতিক সহ সকল সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশের মানুষকে আহ্বান জানান।
বিক্ষোভ-সমাবেশে বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত