চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্মারকলিপি প্রদান করেন।
এ সময় তারা বলেন, উপাচার্য এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আজকে হাইওয়ে ব্লকড ও অবস্থান কর্মসূচি করার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তা প্রত্যাহার করা হয়েছে। তারপরও আমরা ভিসির সাথে যোগাযোগের চেষ্টা করছি। যদি কোনো ফলাফল না পাই, তাহলে আগামীকাল সকাল ১০টা থেকে হাইওয়ে ব্লকড ও বিক্ষোভ কর্মসূচি চালু থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত