ছাত্রলীগ নিষিদ্ধে লক্ষ্মীপুর সরকারি কলেজে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে এ মিছিল করে তারা। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় এসব শিক্ষার্থীরা যুবলীগ ও আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানান।
জানা যায়, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিডি প্রতিদিন/জামশেদ