ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি পার্কের মোড়ে শুরু হয়ে চকবাজার থেকে ঘুরে এসে আবার মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে এই মিছিলে যোগ দেয় কারমাইকেল কলেজ। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেয়।
আনন্দ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানাই।’
শিক্ষার্থীরা বলেন, ‘এই সন্ত্রাসী সংগঠন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। খুন, গুম, ছিনতাই, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন, টেন্ডারবাজিসহ সব ধরনের অপকর্মে জড়িত ছিলো প্রত্যক্ষ ও পরোক্ষ্যভাবে। আমরা সরকারকে আরও আহ্বান জানাচ্ছি, আওয়ামী সকল অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে।’
তারা আরও বলেন, ‘১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করে এবং অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।’
বিডি প্রতিদিন/জামশেদ