স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন' এরে ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ফুল, ফল ও ঔষধি জাতের ২৭ টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন (টিএসসি) কেন্দ্র থেকে একটি র্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান, প্রফেসর ড. মইনুল হোসেন অলিভার, বাঁধন বশেমুরকৃবি শাখার আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব তোফায়েল আহমেদসহ ২১ সদস্যের প্রতিনিধি দল।
এ সময় আহ্বায়ক শফিকুল আলম বলেন, 'এ বছরের আগামী আড়াই মাসে প্রায় শতাধিক রক্তের ব্যাগ দান করার একটি লক্ষ্যমাত্রা দাঁড় করেছি। সামনের সপ্তাহ থেকে নতুন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর মাধ্যমে ক্রমশ এর পরিধি বাড়ানো হবে।'
বিডি প্রতিদিন/মুসা