সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
সিকৃবিতে এ বছর চার হাজার ২১০ জন আবেদনকারীর মধ্যে দুই হাজার ১৬৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৫১.৪৩ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশিত হবে।
উল্লেখ্য, এ বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট তিন হাজার ৭১৮ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এর মধ্যে সিকৃবিতে ৪৩১ জন ভর্তির সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/কেএ