দ্বিতীয় ক্যাম্পাসের চলমান কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, ইউজিসির বৈষম্য নীতি, প্রশাসনের উদাসীন আচরণের প্রতিবাদসহ তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মুলা বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হাস্যরসাত্মক ভঙ্গিতে মুলা বিতরণ করেন।
এর আগে শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলা অনুষদ হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারের সামনে একত্রিত হয়। এরপর বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রশাসনিক ভবনে সামনে জড়ো হয়ে অবস্থায় নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা হাতে ও গলায় মুলা ঝুলিয়ে অভিনব কৌশলে প্রতিবাদ জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 'ক্যাম্পাস না মুলা, মুলা মুলা', আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', দালালি না রাজপথ, রাজপথ রাজপুত্র', হল না মুলা, মুলা মুলা, আবাসন না মুলা, মুলা মুলা', বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, 'দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত', রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', ক্যাম্পাস আমাদের অধিকার, দুর্নীতি নিপাত যাক' সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন সংকট, হল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনেক মুলা ঝুলিয়েছে। এজন্য আমরা আজকে শিক্ষার্থীদের মাঝে মুলা বিতরণ করেছি। এই প্রশাসন আমাদের মুলা ঝুলানো কথা ছাড়া আর কিছুই দিতে পারিনি।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, ইউজিসি আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। ঢাবিতে এতগুলো হল থাকতেও তারা সেখানে কেনো হলে সিট না পাওয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবে। জগন্নাথের শিক্ষার্থীদের কষ্ট কি তারা চোখে দেখে না? নাকি চোখ থাকতেও অন্ধ হয়ে গেছে ইউজিসির কর্মকর্তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসনকে আমরা অনতিবিলম্বে বলছি আমাদের আবাসন সমস্যা সমাধান করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করুন। নতুবা এই শিক্ষার্থীরা কি ধরনের দুঃখে নিতে পারে আপনাদের ধারণা নেই। আমরা জুলাই বিপ্লব করেছি। আমাদের অধিকার আদায়ে কিভাবে বিপ্লব করতে হবে সেটা ভালো করে জানি।
বিডি প্রতিদিন/আরাফাত