সেশনজট সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে ৪ মাসে সেমিস্টার সম্পন্নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে দাবিগুলো উত্থাপন করে তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিভাগীয় শহরে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা গ্রহণ, সেশনজট কমাতে আগামী ৩ সেমিস্টার ৪ মাস করে সম্পন্ন, আন্দোলনে হামলা এবং হলে অস্ত্র ও মাদকের সাথে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা বলেন, ‘গত জুন মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানামুখী সংকটের কারণে ক্লাস-পরীক্ষা হয়নি। এতে সেশনজট তৈরি হয়েছে। এতে কাঙ্খিত সময়ের মধ্যে গ্র্যাজুয়েশন সম্ভব হবে না। এই সংকট উত্তরণের জন্য ৬ মাসের সেমিস্টার চার মাসের মধ্যে শেষ করার দাবি জানাচ্ছি আমরা।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। আমরাও চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সেশনজট সমস্যার সমাধান করতে। আশাকরি খুব দ্রুতই এ সংকট থেকে উত্তরণ করতে পারবো।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন