বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান বলেছেন, বিপ্লবীরা বিপ্লব শেষে হারিয়ে যায়। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুইবার এসেছি। আন্দোলনের আগে যে লোকগুলো ছিল, তাদের আজ খুঁজে পাই না। বিপ্লব শেষে আজ যখন বিপ্লবীদের খুঁজছি, তারা পড়ার টেবিলে ফিরে গেছে।
শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আয়োজনে দ্বিতীয় পলাশী বিতর্ক যুদ্ধ-২৪ এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদ বলেন, শেকৃবির সেই বিপ্লবীদের আমরা খুঁজছি, আপনারা দেশ গঠনে ফিরে আসুন। আগারগাঁও মোড়ে আপনারা যে প্রতিবন্ধকতা গড়ে তুলেছেন... তা আমাদের অনেককে অনুপ্রেরণা জাগিয়েছে।
তিনি বলেন, এর আগে বহু বিপ্লব হয়েছে, কিন্তু প্রতিবার বিপ্লবের পরে সেই বিপ্লবকে লুট করা হয়েছে। ভীতির রাজনীতির মাধ্যমে গত আমলের প্রধানমন্ত্রী আমাদের ট্রমার মধ্যে রেখেছেন। এই ট্রমা থেকে বের হতে আমাদের মুরব্বিরা এগিয়ে আসেনি। এখন বলা হয়, যখন বাবার আগে সন্তান এগিয়ে যায়, তখন দেশ রসাতলে যায়। কিন্তু যখন দেশের প্রয়োজন ছিল... তখন এই সন্তানরাই জীবন দিয়ে সামনে এগিয়ে এসেছিল। ২৪ এর অভ্যুত্থানও যদি পূর্বের অভ্যুত্থাগুলোর মতো ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার দায়ভার নিয়ে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
শেকৃবির সেই বিপ্লবীদের আমরা খুঁজছি, আপনারা দেশ গঠনে ফিরে আসুন। আগারগাঁও মোড়ে আপনারা যে প্রতিবন্ধক গড়ে তুলেছেন তা আমাদের অনেককে অনুপ্রেরণা জাগিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল বাশার, ঢাকা ডিবেটিং ফেডারেশনের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরনসহ বিভিন্ন হলের প্রভোস্টরা।
দ্বিতীয় পলাশী বিতর্ক যুদ্ধ-২৪ এ দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/কেএ