বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হোন।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাস পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ইবি শাখার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় এবং সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্যরা।
নবনির্বাচিত সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আল্লাহর সাহায্য চাই। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে কাজ করছে। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/হিমেল