ঢাকার হোটেল শেরাটনে আইডিপি অস্ট্রেলিয়া এডুকেশন রোডশো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার, বিশ্ববিদ্যালয়ে আবেদন, খরচ, স্কলারশিপ এবং আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অভিজ্ঞ পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোবকে, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও আইডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুবুল।
অস্ট্রেলিয়া সবসময়ই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, উচ্চ গ্র্যাজুয়েট এমপ্লয়েবিলিটি এবং শক্তিশালী পোস্ট-স্টাডি ওয়ার্ক অপশন থাকার কারণে এটি জনপ্রিয়। এছাড়া, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গ্রুপ অব এইট বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৪টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এই রোডশোতে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই ও নভেম্বর সেশনের জন্য ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামগুলোর আবেদন ও স্কলারশিপ সম্পর্কেও শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকার শেরাটন হোটেলে আইডিপির স্টাডি ওয়ার্ল্ড রোডশো অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমেরিকা, যুক্তরাজ্য ও কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/কেএ