বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য নিয়োগে বৈষম্যের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। এই দু’টি প্রতিষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ চান তারা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, কিন্তু ঢাকা কেন্দ্রিক বৈষম্য আমাদের সেই স্বপ্নে বাধা সৃষ্টি করছে। ইউজিসি ও পিএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই-এটি অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক। দেশের শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। অথচ আমরা বঞ্চিতই রয়ে গেছি। ফলে ইউজিসিতে অন্তত একজন এবং পিএসসিতে অন্তত দুইজন প্রতিনিধি এ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগের দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন, জুলাই বিপ্লবে লক্ষ্য ছিল দেশের সব বৈষম্য দূর করা। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হচ্ছে। দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হলেও গবেষণাসহ অন্যান্য বিষয়ে দেশের প্রথম স্থানে রয়েছে। ২০১৯-২৪ সাল পর্যন্ত সারা বিশ্বে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংখ্যা সর্বোচ্চ ছিল, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অগ্রগামী ভূমিকা নির্দেশ করে। সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয় থেকে ১৭-১৮ জনকে উপাচার্য ও উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এটি স্পষ্ট বৈষম্য। নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য না সৃষ্টির আহ্বান জানান তিনি।
সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত