ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার এ দুটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।
এবছর পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। মোট ৮৪৫ জনের মধ্যে ৬২২ জন মেয়ে এবং ২২৩ জন ছেলে। অন্যদিকে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ জন উত্তীর্ণ হয়েছে।
চারুকলা ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৭ থেকে ৩১ মার্চের মধ্যে এই ওয়েবসাইটেই বিস্তারিত তথ্যের ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।
অন্যদিকে, আইবিতে উত্তীর্ণদের ২৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিবিএ প্রোগ্রামের অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।
এসময় এসএসসি এবং এইচএসসি সমমানের শিট/ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট/প্রশংসাপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের তিনটি সত্যায়িত কপি, গ্রেড শিট/ট্রান্সক্রিপ্ট এবং এসএসসি/ও-লেভেল এবং এইচএসসি/এ-লেভেল উভয় পরীক্ষার সার্টিফিকেট/প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
এর আগে, ৪ জানুয়ারি চারুকলা ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৩ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সেই হিসেবে আসন প্রতি লড়েন প্রায় ৪৭ জন। অন্যদিকে, গত ৩ জানুয়ারি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এমআই