রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে তীর্থক নাটকের নাসিম আহমেদ সভাপতি ও স্বননের মিজান শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে জোটের ১৭তম কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি মন্ডলির সদস্য হয়েছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থার প্রতিনিধি সুমনা সরদার, রাজশাহী ইউনির্ভাসিটি ড্রামা এসোসিয়েশনের প্রতিনিধি যুনাঈদ ইসলাম, এসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশনের প্রতিনিধি তাহমিদ ফুয়াদ, রাজশাহী ইউনির্ভাসিটি ড্রামা এসোসিয়েশনের প্রতিনিধি সনৎ কৃষ্ণ ঢালী। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক তীর্থক নাটকের প্রতিনিধি হয়েছেন পিএম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক সমকাল নাট্যচক্রের প্রতিনিধি এলেন আশরাফি, দপ্তর সম্পাদক বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রতিনিধি শাহিন আলম, অর্থ সম্পাদক স্বননের প্রতিনিধি অনন্যা রায়, প্রচার সম্পাদক গণশিল্পী সংস্থার প্রতিনিধি সেতু দাস, জনসংযোগ সম্পাদক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি তানভীর আহমেদ সিতাব এবং সম্পাদক মন্ডলীর সদস্য য়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি অর্ণব গোপ, সমকাল নাট্যচক্রের প্রতিনিধি এসএম আশরাফ ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রতিনিধি সাদিয়া সুলতানা।
এর আগে, সকাল সাড়ে ৯টায় রাকসু ভবনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। জোটের বিদায়ী কমিটির সভাপতি রায়হান ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন তোফায়েল আহমেদ তোফা। এতে জোটভুক্ত সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ