রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে বিএসসি কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার অনুষ্ঠিত এই মানববন্ধনে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির সুযোগ না রাখা ও দশম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখার দাবিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দফা দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ না রাখা, দশম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত রাখা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে "কৃষিবিদ" প্রত্যয় ব্যবহার না করার আদেশ জারি, কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখা।
অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির কথা জানান তারা। মানববন্ধনে এগ্ৰোনমি এবং এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, চার বছর বিশ্ববিদ্যালয়ে কঠোর পরিশ্রম করে একটি ডিগ্ৰি অর্জন করি। অথচ কেউ একটা ডিপ্লোমা কোর্স করেই নিজেদেরকে কৃষিবিদ দাবি করেন। যা আমাদের কৃষিতে স্নাতক ডিগ্রিধারীদের জন্য অপমানজনক।
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমাধারীদের ৮ দফা দাবি অযৌক্তিক। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এসব দাবি গ্রহণ না করার আহ্বান জানান। ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সকল ধরনের বৈষম্য দূর করা। অথচ বিএসসি কৃষিবিদদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না। দেশের কৃষি উন্নয়নে বিএসসি কৃষিবিদরা নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চফলনশীল জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই জায়গায় যদি মেধাবীদের মূল্যায়ন করা না হয় তাহলে ভবিষ্যতে কৃষিখাত হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম শহিদের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ