সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিবি ও বাসদ। শনিবার দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে দলগুলোর কর্মীসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এ দল দুটি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক কমরেড আবু জাফর।
কর্মীসভায় সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান খোকা। বাসদ সিলেট জেলা শাখার সদস্য প্রণবজ্যোতি পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম