সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়ে ঢাকা থেকে সিলেটে ফিরেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
শনিবার বিকেলে সড়কপথে সিলেটে ফিরেন সাবেক এই সিটি মেয়র। সিলেটে ফেরার পর কামরানকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে প্রচারণায় অংশ নেয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়। পরে সেখান থেকে চন্ডিপুলে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কামরানকে বরণ করেন তারা। এসময় তাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরান বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। পরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কামরানকে নগরীর মাছিমপুরস্থ তার বাসায় নিয়ে যান নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান