সিলেটের বিশ্বনাথে দিনদুপুরে গরু চুরি করে পালিয়ে যাবার সময় চোরাই কাজে ব্যবহৃত অটোসহ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার দুপুরে উপজেলা
সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের আঙ্গারুকা ব্রিজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার কালিজুরী এলাকার মনছুর আলীর পুত্র ছাদিক মিয়া (২৮) ও সিলেট কোতয়ালী থানার আখালিয়া এলাকার আরশ আলীর পুত্র অটোচালক দেলোয়ার (২৬)।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মন্ডলকাপন গ্রামের নুর মিয়া সকালে বাছুরসহ একটি গাভীকে পাশের জমিতে ঘাস খেতে দিয়ে আসেন। কিছু সময় পরে তিনি
সেখানে গিয়ে শুধু গাভীটিকে দেখতে পান। নুর মিয়া আশপাশে বাছুরের সন্ধানে ছোটাছুটি করার সময়েই স্থানীয় আঙ্গারুকা ব্রিজের সামনে একটি অটো থেকে বাছুরটি পড়ে যাওয়ায় জনতা গাড়িটিসহ দু’জনকে আটক করে। খবর পেয়ে একদল পুলিশ চুরি যাওয়া বাছুরসহ আটক দু’জনকে থানায় নিয়ে আসে।
এর সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে যাওয়া থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আটক দু’জনকে আসামি করে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/হিমেল