আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে যেকোন মূল্যে বিজয়ী করতে হবে। এজন্য নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনে কেন্দ্রভিত্তিক কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দলের ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে এখনই কেন্দ্র কমিটি গঠন করতে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় গত সোমবার রাতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, কয়েছ গাজী, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম এ হাসান জেবুল, এডভোকেট কিশোর কুমার কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার